সংবাদ শিরোনাম :
ইট পাথারের শহরে যুবক- হাফিজুর রহমান শফিক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
ইট পাথারের শহরে অসংখ্য যুবককে বাস্তবতা নিয়ে কবিতাটি লিখেছেন সকালের সংবাদের সম্পাদক -হাফিজুর রহমান শফিক
আধো ঘুমে সকাল হয়
বেলা হয় পার,
ইট পাথারের শহর ঘুরে যুবক যাযাবর।
মিনার চূড়া স্বপ্ন বুকে,
কখনো ভরা পেট
কখনো ক্ষিদের জ্বালায় কাতঁরায় যুবক।
তবু সামনে তাকায় দুর্বল টানা চোখে,
অসম গীবতের যান্ত্রনায় তাকে তীর বিদ্ধ করে চারপাশের মানুষ সাথে স্বজনদের শব্দের হিংস্রতা।
তবু কঠিন শহরের পথে প্রান্তরে স্বপ্ন খুঁজে ফিরে
শার্টের রঙ চটে যাওয়া শরীরে স্বপ্নবাজ যুবক,
কখনো কখনো উঁচু ভবনের উচ্চতায় তাকিয়ে
তার নিজের ক্ষুদ্রতার মাপ দেয়।
কখনো আবার সরকারের প্রতিশ্রুতির বুলিতেই নিজের সান্ত্বনা খুঁজে আর ভাবে হয়তো একটা গতি হবে,
কনক্রিট পাথরের শহরে যুগে যুগে হেঁটে চলা যুবকের মিছিল কখনোই থামবে না হয়তো।
তাদের পরিবার স্বজনের নিকটে যাযাবর জীবন যুদ্ধের মূল্য পাবেনা কখনোই,
তবু শতাব্দী ধরে স্বপ্ন বুনতে থাকে অসংখ্য যুবক ইট পাথারের এই শহরে।