সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ৭৪ বার পড়া হয়েছে
ভোলা / বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনায় পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন থানার এসআই আবিদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩০ পুলিশ। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন আছেন। পুলিশ এখন পর্যন্ত আটক করেছে ১৫ জনকে।
ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার পুলিশ ও জনতার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।