নববধূকে ধর্ষণ করলেন শ্বশুর
- আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ৯৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুত্রবধূকে (১৮) ধর্ষণের দায়ে শ্বশুর গিয়াস উদ্দিন বেপারীকে (৪৫) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রায়পুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে পুত্রবধূ বাদী হয়ে মামলা করেছেন।
ওই মামলায় গিয়াসকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার বিকেলে জেলা আদালতে পাঠানো হয়। একই সময় গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
থানা পুলিশ জানায়, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে কবির হোসেনের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির মেয়ের দুই মাস আগে বিয়ে হয়। এরপর থেকে সে শ্বশুর বাড়িতে থাকত।
গেল শুক্রবার আত্মীয়ের বাড়িতে স্বামী কবির হোসেন ও শাশুড়ি বেড়াতে যায়। ওই রাতে শ্বশুরকে খাবার দিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়ে গৃহবধূ। একপর্যায়ে শ্বশুর গিয়াস উদ্দিন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পুত্রবধূর মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। সকালে ঘটনাটি পুত্রবধূ স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের জানায়। খবর পেয়ে পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর শনিবার (১৯ অক্টোবর) রাতে থানায় মামলা করা হয়।
এ ব্যাপারে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়ে ধর্ষক শ্বশুরকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।