যাত্রাবাড়ীর শীর্ষ সন্ত্রাসী ‘শুটার লিটন’ অস্ত্রসহ গ্রেফতার
- আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৯৬ বার পড়া হয়েছে
সকালের সংবাদঃ
বিদেশি পিস্তলসহ গ্রেফতার হয়েছেন আলোচিত সন্ত্রাসী শুটার লিটন। রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে র্যাবের বিশেষ অভিযানে শুটার লিটন (৩২) ও তাঁর সহযোগী লারা (২৮) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে এ অভিযান চালায় র্যাব-১০। বুধবার র্যাবের এর পক্ষ থেকে এই গ্রেফতারের কথা জানানো হয়।
র্যাব-১০ সূত্র জানায়, গ্রেফতারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন।
র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেফতার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকে ধরা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে আজ হস্তান্তর করা হবে।
শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন। পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার কর হয়।