কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃমৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের আওয়ামীলীগের প্রার্থী (নৌকা প্রতীক) উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় কমলগঞ্জ উপজেলার ময়না চত্বর থেকে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা দলে দলে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হয়ে বিশাল মিছিলে যোগদান করেন। এসময়ে মিছিলে নেতৃত্ব দেন আওয়ামীলীগ প্রার্থী উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।
গণমিছিলটি এসে ভানুগাছ বাজারস্থ রেলষ্টেশনে রোডে নির্বাচনী জনসভা স্থলে পৌছালে সবাই করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান, এরপর শুরু হয় বিশাল নির্বাচনী জনসভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনপ্রতিনিধি, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার নেতাকর্মী অংশ্রগ্রহণ করেন।