সংবাদ শিরোনাম :
ভারতীয় জেলের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগসহ দুই মামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রাজশাহীর চারঘাট সীমান্তে আটক ভারতীয় জেলের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশসহ দুইটি মামলা দায়ের করেছে বিজিবি। অপর মামলায় বাংলাদেশ সীমানায় ঢুকে নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগ আনা হয়েছে।
আটককৃত ভারতীয় নাগরিকের নাম প্রনব মন্ডল। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর ছিড়াচর এলাকার বসন্ত মণ্ডলের ছেলে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে দুপুরের মধ্যেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।