স্থায়ী বহিষ্কারাদেশ জারি না হওয়া পর্যন্ত বুয়েটে মাঠের আন্দোলন-ক্লাস স্থগিত
- আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার পর্যন্ত বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। একই সঙ্গে মাঠপর্যায়ের আন্দোলনের ইতি টানার ঘোষণাও দেন আন্দোলনকারী বুয়েট শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার চার্জশিট দেওয়ার পর বুয়েট প্রশাসন অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করবে।
এছাড়া আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের গৃহীত সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে মাঠপর্যায়ের আন্দোলন বন্ধের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা এক শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানানো হয়।
আরও পড়ুন: অনিক আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এর আগে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে আবার জড়ো হয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বৈঠক করেছেন। পরে সকলের সম্মতির ভিত্তিতে এই ঘোষণা দেন তারা।