সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ ও কিশোর গ্যাং নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন। তার নামে নগরের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে র্যাবের টহল দলের সঙ্গে খোরশেদ আলম বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।