সংবাদ শিরোনাম :
পিস্তলসহ সাবেক ইউপির চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৯সিলেটে পিস্তলসহ সাবেক ইউপির চেয়ারম্যান গ্রেফতার
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী ‘মনফর বাহিনীর’ প্রধান মনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জালালাবাদের কালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরা পাওয়া যায়। জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, জালালাবাদ থানা এলাকায় ‘মনফর বাহিনী’ ত্রাস হিসেবে পরিচিত বলে অভিযোগ আছে। এ বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত।