আবরারকে হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ১৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল’টি টেকনিক্যাল থেকে শুরু দারুসসালাম গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মোহাম্মদ আইয়ুব বলেন দেশ বিরোধী চুক্তি অাড়াল করতেই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীর শাস্তির দাবী জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু, প্রদীপ হাওলাদার, ইমন হোসেন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, আরিফুল ইসলাম, নাজমুল হাসান এনামুল, সোহাগ মাহমুদ, অাবুল কালাম আজাদ (সোহাগ), হাফিজুর রহমান, ফয়েজ উল্লাহ সাকিব, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, আবুল কাশেম রিয়াদ, সহ সাংগঠনিক মাহমুদুল হাসান, দফতর সম্পাদক আকরাম অাহমেদ, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মাহবুব শাহীন, সহ সম্পাদক রিয়াজুল ইসলাম, এইচ এম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা। ইতিমধ্যে ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।