ছাত্রের উপর ছাত্রের হামলায় জড়িতদের কঠোর ব্যবস্থা: জবি উপাচার্য
- আপডেট সময় : ০৩:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ১৪৪ বার পড়া হয়েছে
জাবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেছেন, ক্যাম্পাসে ছাত্রের উপর ছাত্রের হামলাকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতির মানব বন্ধনে এসব কথা বলেন উপাচার্য। তিনি আরো বলেন, ছাত্রের উপর হামলা কোন মানবিক কাজ হতে পারে না। তাছাড়া এটা কোন ছাত্রের কাজও নয়। ছাত্র হিসেবে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যতদিন থাকবো ততদিন যদি কোন খুনি , সন্ত্রাসী ,শিবির জঙ্গিও অপরাধ করে এদের বিরুদ্ধে কোন ছাত্র হাত তুললে সেই ছাত্রের বিরুদ্ধে আমরা ব্যাবস্থা নিবই নিব। বিশ্ববিদ্যালয় একটি মুক্ত বুদ্ধি চর্চার যায়গা যে কেউ তার মতামত পেশ করতে পারে তার মানে এই নয় যে তাকে হত্যা করতে হবে।
উপাচার্য আরো বলেন, আমি জানি না বুয়েট ভিসি, হল প্রোভোস্টের দায়িত্ব অবহেলার কারণে এটি ঘটেছে কিনা যাইহোক দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার বিচার হওয়া উচিত।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.নুর মোহাম্মাদ এর সঞ্চালনায় মানব বন্ধনে আরো বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো সেলিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলী, মাইক্রেবায়েলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শামীমা বেগম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড.মোস্তফা কামালসহ সিনিয়র অধ্যাপকরা। বক্তরা সকলেই আবরার হত্যার যেন দৃষ্টান্তশূলক শাস্তি হ এবং এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এমন আশাবাদ ব্যক্ত করেন।