বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বসার জায়গা না পেয়ে মেঝেতে বসে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে যান। কিন্তু সব টেবিল-চেয়ার ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকায় বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে মধুর ক্যান্টিনের মেঝেতে বসে পড়েন তারা। এই প্রতিবাদে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী যোগ দেন।
ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দু-একটি চেয়ার-টেবিল থাকলেও বৃহস্পতিবার সকালে তাও ছিল না। ফলে বসার জায়গা পাচ্ছিলেন না ছাত্রদল নেতাকর্মীরা। আগে থেকেই তারা যেসব চেয়ার-টেবিলে বসতেন সেগুলোও দখল করে রাখা হয়। অথচ ছাত্রলীগের বসার জায়গার অধিকাংশ চেয়ার-টেবিল খালি পড়ে রয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোনো জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।