প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে : বেনজীর
- আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ১০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম;
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়ন করা।
এর আগে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উাদ্দন, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজিসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।