গুইমারায় এক মহিলার গলিত লাশ উদ্ধার

- আপডেট সময় : ১১:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ ১৭৮ বার পড়া হয়েছে

আবুল হোসেন রিপন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারায় এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি সনাক্ত করার পর যানাজায় সে জালিয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ডা. নূর নবীর বড় বোন ফাতেমা বেগম। সে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন।
সোমবার বিকালে ফাতেমা বেগমের (৫৫) এর গলিত লাশ পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর এলাকায় সেগুন বাগানে গাছের পাতা দিয়ে লুকানো অবস্থায় পাওয়া যায়। এলাকার ছোট ছেলেরা বিকালে খেলতে গেলে লাশের গন্ধ ও মাছির আওয়াজ শুনে কাছে গিয়ে পচাঁ ও গলিত লাশটি দেখে স্থানীয় মুরুব্বীদের খবর দেয়। পরে হাফছড়ি পুলিশ ফাড়ির দায়িত্বরত অফিসার ঘটনাস্থলে গিয়ে রামগড় থানাকে বিষয়টি অবগত করলে রামগড় থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরন করে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানান, এক সপ্তাহ আগে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন, এর পর বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। তিনি দুই সন্তানের জননী।
এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং তদন্ত কার্যক্রম চলছে।