পাহাড়ে চলছে অবৈধ অস্ত্রের হুংকার : পানছড়িতে ব্রাশফায়ারে নিহত ২
- আপডেট সময় : ১১:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং বাজারে ব্রাশফায়ারে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন লোগাং এর বাসিন্দা চা দোকানি শীখ্য চাকমা (৩২) ও অপরজন স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নীরন চাকমা অভিযোগ করেন, পানছড়ি উপজেলার পুজগাং উপরের বাজরের ইউপিডিএফের স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতিকের প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দিয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা নিচের বাজারের নির্বাচনী অফিসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে দুই জন নিহত হয় বলে তিনি জানান।
এ সময় একজন উপজাতী ও এক শ্রমিক নিহত হয়। এদিকে জেএসএসের পক্ষ থেকে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল আলম বলেন, নিহত দুজনের মধ্যে একজন উপজাতী, আরেকজন বাংগালী নির্মান শ্রমিক। পুলিশ ও সেনাবাহিনী, বিজিবি লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান।
পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক লীলাভূমি খাগড়াছড়ি সহ তিন পার্বত্য অঞ্চলে অস্ত্রের ঝনঝনানি হঠাৎ কোন ঘটনা নয়। এ ধরনের হত্যা, অপহরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে ভারি অস্ত্রের মজুদ করছে পাহাড়ে অবস্থানরত চারটি সশস্ত্র আঞ্চলিক দল।
তাই এ ধরনের ঘটনা ভবিষৎ এ না ঘটতে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর চিরুনি অভিযান চালানো খুবই জরুরী বলে মনে করছেন সচেতন মহল।