সংবাদ শিরোনাম :
রাজধানীর উত্তরখানে দুর্ধর্ষ ডাকাতি!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ডের অন্তর্গত দোবাদিয়া পূর্ব পাড়ায় ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২.৩০ এর দিকে নুর উদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, জানালা ভেংগে ধারালো অস্রের মুখে নুরুদ্দিন সাহেবের অসুস্থ স্ত্রী কে জিম্মি করে পুরো ঘর তন্নতন্ন করে খুজে বহনযোগ্য প্রায় সব কিছুই লুট করে ওই ডাকাতদল, আলমারি ভেংগে নগদ ৫০ হাজার টাকা ও ৭-৮ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গেল কয়েকদিনের ব্যবধানে ওই এলাকায় আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার।
এঘটনায় উত্তর খান থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের কেনো তৎপরতা দেখা যায় না বলে অভিযুক্ত পরিবার জানান।
এবিষয়ে জানতে উত্তরখান থানায় ফোন দিলে কেউ রিসিভ করেনি।