রাজধানীর হাতিরঝিলে ব্রিজের নিচে টাকা ভেবে ভাসমান প্যাকেট তুলে ভেতরে একদিন বয়সী এক নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে।
শনিবার বিকালে মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
টোকাই সাগর জানায়, হাতিরঝিল ১ নম্বর গলিতে থাকে মামুন (১২)। বিকালে সে কাগজ কুড়াতে বের হয়। মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায়। টাকা মনে করে প্যাকেটটি তুললে ভেতরে সে নবজাতকের মৃতদেহ দেখতে পায়।
হাতিরঝিল থানার এসআই রমজান আলী জানান, মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায় টোকাইরা। পরে ওই প্যাকেটটি পানি থেকে তুললে ভেতরে ওই নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।
ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।