পিএসসি’ র ফলাফলে গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের শতভাগ জিপিএ ৫

- আপডেট সময় : ১১:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ ৭৫ বার পড়া হয়েছে

মজিবুর, ময়মনসিংহ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল সোমবার (২৪ডিসেম্বর) দুপুরে প্রকাশিত হয়েছে।ময়মনসিংহ গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে ১২ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে শতভাগ জিপিএ ৫.০০ অর্জন করেছে।
বিদ্যালয়ের পরিচালক আরিফ আহমেদ জানান-২০১৪ সাল থেকে আমাদের বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হচ্ছে।বরাবরের মতো ২০১৮ সালেও ১২ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে শতভাগ জিপিএ ৫.০০ অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এবার চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ গ্রহণ করেছে- পাপিয়া হক মীম, নাবিল শাহরিয়ার, নয়মুল হাসান দিগন্ত, সুমাইয়া আফরিন সুরভী, জাকিয়া সুলতানা মুন্নী, আফরোজা চৌধুরী আশা, মোছা: সুমাইয়া, আফরোজা মনিরা (সাদিয়া), জাকারিয়া হোসেন স্বাধীন, ইয়াসিন আরাফাত, মো: আমির হামজা ও শাকুর আহমেদ শুভ।