জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অভিযোগ করে বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের বড় দুর্নীতি আড়াল করতে কিছু চুনোপুঁটিকে গ্রেফতার করা হয়েছে। রাঘববোয়ালদের অনেকের নাম সংবাদমাধ্যমে এলেও কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমপি, মন্ত্রী, বড় বড় আমলা ও বড় নেতাদের সংশ্লিষ্টতার কথা প্রকাশ পেলেও সরকার এ বিষয়ে নীরব। এমন চলতে দিলে দেশের অর্থনীতি অবিলম্বেই বিকলাঙ্গ হয়ে পড়বে। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও নতুন করে অবাধ, সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার জেএসডি কার্যালয়ে এক সভায় তিনি আরও বলেন, ক্যাসিনো, জুয়া, টেন্ডারবাজি, লুটপাটের মাধ্যমে শাসক দলের নেতা, পাতি নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এ অবৈধ টাকা তারা ব্যাংকে জমা করেননি। ফলে ব্যাংকগুলো আজ তারল্যশূন্য হয়ে পড়েছে।
জেএসডির সিনিয়র সহসভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, মিজান উর রশিদ চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, মকবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক হাজি মো. আখতার হোসেন ভূূঁইয়া, নাজিম উদ্দিন শেখ প্রমুখ।
সভায় আগামী কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধি সম্মেলনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।