আশুলিয়ায় অভিযান চালিয়ে সাড়ে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছেন ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর, ডিবি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়ার মৃত সিরাজুল হকের ছেলে আতিয়াল হক ওরফে ফকির চান (৩৫) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুচ্ছগ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে শিউলি খাতুন (৩১)। তারা উভয়েই শ্রীখন্ডিয়া এলাকার আবু বাশারের বাড়ির পৃথক কক্ষ ভাড়া নিয়ে বসবাস করেন।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাশার জানান, ডিবি পুলিশ জানায়, তারা দীর্ঘ দিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে এত বড় মাদক চালানের মূল হোতা কে তা খতিয়ে দেখা হচ্ছে।