অনলাইন ডেস্ক
বিতর্কিত বক্তা ও দাওয়াতে ইমানী বাংলাদেশের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আত-তাহেরীর নতুন একটি ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সেখানে তাহেরীকে হাসতে হাসতে বলতে দেখা গেছে, 'এখন তো আমি চা খাই না, কফি খাই। কফি না থাকলে কিছু লাগবে না, এরপরও চা খাব না।' এমন বক্তব্য তাহেরী আগেও দিয়েছেন।
ওয়াজের এক পর্যায়ে তিনি চায়ের কাপ হাত থেকে নামি রেখে বলেন, না চা খাইতাম ন (চা খাবো না)