উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার আড়িয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে লিটন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
অভিযুক্ত লিটন মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুটির পরিবার উপজেলার আড়িয়াবো এলাকার একটি বাসায় ভাড়া থাকে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। রোববার দুপুরে বাসার পাশে একটি মাঠে খেলাধুলা করার সময় লিটন মিয়া চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনাটি জানতে পারে। তবে সুযোগ বুঝে লিটন এলাকা ছেড়ে পালিয়ে যান।
ওসি জানান, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে অভিযুক্ত লিটনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।