বৃষ্টিতে ভিজে ময়মনসিংহ-৩ আসনে নৌকায় ভোট প্রার্থনা
- আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ ১৬৬ বার পড়া হয়েছে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃষ্টিকে উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকায় প্রার্থনা করলেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপি এ নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ চলে।
এ নির্বাচনী প্রচারনায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন এ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
এতে অংশগ্রহন করেন গৌরীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম ফকির দীপু, সহ সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাস, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফারুক, যুবলীগ নেতা শাহ আরমান কবির তারেক, পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেকবলীগের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।