জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রতন ত্রিপুরা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মহালছড়ির যৌথ কামার ত্রিপুরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রতন ত্রিপুরা মহালছড়ির যৌথ খামার ত্রিপুরাপাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নিজের বাড়িতে একাই ছিল ওই গৃহবধূ। তাকে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার সকালের দিকে মহালছড়ি থানা পুলিশ রতনকে তার বাড়ি থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।