তুহিন মাহামুদ, ইউরোপ ব্যুরোঃ চ্যানেল এস ইউ কে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৮তম মহান বিজয় দিবস পালন করেছে চ্যানেল এস ইউকে মিলান ইতালি প্রতিনিধি আব্দুল বাসিত দলই এর উদ্যোগে।
ইতালির মিলানোস্থ একটি রেষ্টুরেন্টে ১৬ই ডিসেম্বর রবিবার বিকাল চারটায় চ্যানেল এস দর্শক এবং কমিউনিটি নেত্রীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হয়। চ্যানেল এস ইউকে মিলান ইতালি প্রতিনিধি আব্দুল বাসিত দলই এর সভাপতিত্বে এবং মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালীর প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার সঞ্চালনায় এতে শুভেচ্ছা জানান লোম্বার্দিয়া আ'লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল আহমেদ,সদস্য আকরাম হোসেন,হাজী শাহালম।
মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালীর উপদেষ্টা তুহিন মাহমুদ সহ অনেকে।চ্যানেল এস প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালীর সাংবাদিক নেত্রীবৃন্দ,মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ,বৃহত্তর ফরিদপুর সমিতি,মাদারীপুর কল্যান সমিতি,সিলেট বাসী,ছাত্র লীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।শেষে উপস্থিত সকল নেত্রীবৃন্দ একত্রে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত ঘটে ।