বিনোদন রিপোর্টঃ একজন সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই। এমন খবর চাউর করে নিজের কিছু দালান সংবাদকর্মীর মাধ্যমে খবর ছড়িয়ে নিজেকে আলোচনায় আনতে চেয়েছিলেন বিতর্কিত অশ্লীল তারকা সানাই। এমনই তথ্য দিয়েছে তার নিকটতম এক আত্মীয় সহ কয়েকজন সহোযোগি।
বিভিন্ন সময়ে এমন এমন মিথ্যা খবর দিয়ে তার ভক্তদের চমকে দিয়ে নিজেকে আলোচনায় নিয়ে আসাই ছিলো তার কৌশল বলে তার নিকটতম একাধিক সূত্র জানিয়েছে।
এছাড়াও রাজধানীর কাজি অফিস তদারকি প্রতিষ্ঠান আইজিআরের সহায়তায় খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে যে সানাই মাহবুবের সাথে কোন মন্ত্রীর সাথে কোন বিয়েই সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য সানাইকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট গ্রেপ্তারের পর মুসলেকা দিয়ে ছাড়া পাওয়ায় তার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি সহ সমস্ত ভিডিও ডিলেট করতে বাধ্য হয়। এতে তার অশ্লীলতা ছড়িয়ে অনলাইনে আয়ের সকল পথ বন্ধ হয়ে যায় তাই এমন গুজব ছড়িয়ে নিজেকে আলোচনায় ফিরিয়ে আনে এবং নতুন করে আইডি পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আয়ের কৌশল হিসেবে অশ্লীলতা নিয়ে সরব হয়ে উঠেছে এই বিতর্কিত কথিত মডেল সানাই মাহবুব।
তার এসব কর্মকাণ্ডের ফলে যুব সমাজ বিপথে যাওয়ার আশংখা করছেন অভিভাবকরা।