কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
- আপডেট সময় : ১০:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ ৯২ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি |
কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। ডাকাতের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়েছে বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৪ সদস্য। সোমবার গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের বাবুল ওরফে তরকারি বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল ওরফে আছাদুল এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে অলি মিয়া।
এ ঘটনায় আহত হয়েছেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসসহ পুলিশের ৪ সদস্য। আহত অপর সদস্যরা হচ্ছেন- বুড়িচং থানার এসআই মোয়াজ্জেম, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক।
পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। নিহত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫টিরও অধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার কোমাল্লা গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে ওই এলাকায় অভিযানে যায় জেলা ডিবি ও বুড়িচং থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ডাকাতদলের তিন সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খাঁন জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা, একটি পাইপগান, ৫ রাউন্ড বন্দুকের তাজা গুলি, চার রাউন্ড খালি খোসা, ছয়টি কাঠের বাটযুক্ত ছোড়া ও রামদা, তিনটি মোবাইল, দুটি টর্চলাইটসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিহত প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টিরও বেশি মামলা রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।