সংবাদ শিরোনাম :
গাজীপুরে মাদক ও অস্ত্রসহ তিনজন গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পুলিশের পোশাক, অস্ত্র ও মাদকদ্রব্যসহ মাদক কারবারি ও প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া তিনজন হলো- আল আমিন, মনিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। তাদের বাড়ি গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে।
এ বিষয়ে মহনগর পুলিশের উপ পুলিশ কমিশনার ক্রাইম শরিফুর রহমান জানান, ৯৯৯ এ জনৈক ব্যক্তির মোবাইল ফোনে অভিযোগের প্রেক্ষিতে সদর থানার চাবাগান এলাকার একটি নির্মানাধিন বাসায় শুক্রবার রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে আটক রাখা গাইবান্ধার যুবক সবুজ আহম্মেদকে উদ্ধার করা হয়। এসময় ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, ওয়াকিটকি, মেটাল ডিটেকটর ইত্যাদি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।