বাংলাদেশের একাদশে পেসার না থাকায় অবাক রহমত শাহ
- আপডেট সময় : ০৭:৪৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রহমত শাহ’র হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেন তিনি। দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করতে পেরে গর্বিত রহমত।
প্রথম দিনের খেলা শেষে রহমত বলেন, ‘আমার স্বপ্ন ছিলো, আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউটের পর হতাশ হয়েছিলাম। আজ আমি সুযোগ পেয়েছি এবং তা কাজে লাগিয়েছি।’
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অভিষেক টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি ওয়ানডেতে চার সেঞ্চুরির মালিক রহমত। ১৪ ও ৪ রান করেন তিনি। তবে আফগানদের দ্বিতীয় টেস্টে ঠিকই হেসেছে রহমতের ব্যাট। চলতি বছরের মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান রহমত। শেষ পর্যন্ত ৯৮ রানে থামেন তিনি। ফলে টেস্টে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরির স্বাদ নেয়া হয়নি। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রহমত আভাস দিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু সেটি গিয়ে থামে ৭৬ রানে। অর্থাৎ আফগানিস্তানের খেলা প্রথম দু’টি টেস্টে কোন ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেননি।
অবশ্য টেস্ট দলের কোন ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানিস্তানকে। নিজেদের তৃতীয় টেস্টে আফগানিস্তানকে সেঞ্চুরির স্বাদ দিলেন রহমত। যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কারণ টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ানের নাম রহমত।
শুধুমাত্র সেঞ্চুরিই নয়, দেশের প্রথম হাফ-সেঞ্চুরিয়ানও রহমত। তাই নিজেকে গর্বিত মনে করছেন তিনি, ‘এটি আমার জন্য অনেক গর্বের। আমিই দেশের প্রথম হাফ-সেঞ্চুরি করেছি, আর এখন দেশের জন্য প্রথম সেঞ্চুরিও করেছি আমি।’
বাংলাদেশের একাদশে পেসার না থাকায় অবাকও হয়েছেন রহমত। কোন পেসার থাকবে না এমনটা আশাই করেননি তিনি। রহমত বলেন, ‘আমরা প্রতিপক্ষের পেস বোলারদের নিয়ে পরিকল্পনা করেছি কিন্তু তারা স্পিনার দিয়ে অ্যাটাক করেছে আমাদের।’