আঃহাই ও জমির উদ্দিনের জানাজা নামাজ সম্পন্ন
- আপডেট সময় : ০৭:২১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ ইতালি থেকেঃ
বহুল আলোচিত মৃত্যু সহোদর দ্বয় আঃহাই ও জমির উদ্দীনের জানাজা নামাজ ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিলানস্হ পিয়াচ্ছা পাওলো গরিনি-১, লাশ ঘর প্রাঙ্গনে আসর নামাজের পর সম্পন্ন হয়। মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জুনাইদ সোবহান সাহেব জানাজা নামাজের গুরুত্ব বিষয় বয়ান পেশ করেন এবং মরক্কোর এক নাগরিক জানাজা নামাজ পড়ান।জানাজা নামাজে অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল কবির জামান,মাওলানা জোনায়েদ সোবহান,গণমাধ্যম ব্যক্তিত্ব তুহিন মাহামুদ,সরোয়ার হোসেন মোল্লা,৷ হাজী শাহআলম,মনজুর হোসেন,আরফান শিকদার,জালাল হাওলাদার, আবু নাসের বাহার টিটু বেপারী,মৃত্যু আঃহাই ও জমির উদ্দিনের মেঝ ভাই আঃওয়াহিদ (আলম) সহ মিলানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আগামি ৭সেপ্টেম্বর শনিবার তুর্কি এয়ালাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টায় আঃহাই এবং জমির উদ্দীনের লাশের কফিন যাওয়ার কথা রয়েছে এবং রবিবার ৮সেপ্টেম্বর ভোর ৫টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্যে যে,গত ১৮ আগষ্ট শনিবার দিবাগত রাত আনুমানিক ২ঃ৩০টার দিকে আপন দু’ভাই মিলান শহরের নিজ বাসভবনে খুঁন হয়।ঘটনাটি ইতালিয়ান গনমাধ্যমে ফলাও করে ছাঁপা হয়।পুলিশের ধারণা মতে, আপন ছোট ভাই জমির উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় বাকবিতন্ডার এক পর্যায় ধারালো ছুরি দ্বারা উপযুপরি আঘাতের ফলে তাঁর মৃত্যু ঘটে এবং একটা পর্যায় ছোট ভাই অনুশোচিত হয়ে নিজে বারান্দার রেলিংয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নবগ্রাম হাজী বাড়ি গ্রামের মৃত্যু আঃরশিদের ছেলে আঃ হাই ও জমির উদ্দিন।