টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা নোয়াপাড়া বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- টেকনাফের হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং- বি/৯ রুমের সেকেন্দার আলীর ছেলে মো. নুর ফয়েজ (৪৩), টেকনাফের কেরুনতলি এলাকার মো. সাব্বির আহাম্মেদের ছেলে আবুল কালাম (২৯) ও হ্নীলা রঙ্গীখালি পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর মেয়ে মোছা. কহিনুর আক্তার (২৫)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫, সিপিসি-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাব জানান, কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী টেকনাফের পশ্চিম নয়াপাড়া এলাকার আব্দু শুক্কুরের বাড়িতে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্ব র্যাবের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।
তিনি জানান, অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।