গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

- আপডেট সময় : ১১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ ১৭২ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান বিজয় দিবসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ৩শ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় উপজেলা পাবলিক হলে তাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ফারহানা করিম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
এ উপলক্ষে ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা হয়।
এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর, গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য নিলুফার আনজুম পপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।