মিলানে ফেনী জেলা সমিতির উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে গ্রিল পার্টি অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯ ২১০ বার পড়া হয়েছে

ইতালি প্রতিনিধি
ইতালির মিলানে ফেনী জেলা সমিতির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি পার্কে দুপুর থেকেই প্রবাসী পরিবারদের আগমনে মুখরিত হতে থাকে অনুষ্ঠানস্থল। প্রাকৃতিক পরিবেশ ,সবুজে ঘেরা চতুর্দিক ,সূর্যের তাপ থাকলেও হালকা হালকা বাতাস ছিল বহমান। সকলের উপস্থিতিতে আনন্দ উৎসব যেন কিছুক্ষনের জন্য হয়ে উঠে মিনি বাংলাদেশ।
উপস্থিত আগত অতিথিদেরকে স্বাগত জানান ,
সমিতির সভাপতি মো নুরুল আফসার বাবুল ,সিনিয়র সহ সভাপতি মোকসেদ আলম ,সহ সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মো খুরশিদ আলম শ্রাবন,সিনিয়র যুগ্ম সা: সম্পাদক কাজী আনিসুজামান শিমুল,সহ সা: সাইফুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক এনামুল হক রিমন,সহ সাং মিজানুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক মো আজম খান ,প্রচার সম্পাদক ইমাম হোসেন সহ প্রচার সম্পাদক আমজাদ স্মরণ ,ক্রীড়া সম্পাদক মো মহিন সহ ক্রীড়া সম্পাদক মো মিজানুর রহমান ,সহ দপ্তর সম্পাদক মো জাহিদ ধর্ম বিষয়ক সম্পাদক মো শহিদ উল্লাহ ,মহিলা সম্পাদিকাস্বপ্না খাতুন, দিদারুল আলম।
উপদেষ্টাবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভূঁইয়া ,উপদেষ্টা বেলাল হোসেন পাটুয়ারী, নূর ইসলাম খোকন , মো সেলিম , আব্দুল খালেক জসিম প্রমুখ।
শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা মহিলাদের বালিশ খেলা ও ছেলেদের ক্রিকেট খেলা অনুষ্টিত হয়। পরিশেষে সমিতির নেতৃবৃন্দরা বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।