ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




ইতালির  মিলানে একই বছরে আপন তিন ভাইয়ের অকাল মৃত্যু, ভাইয়ের হাতে ভাই খুঁন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ৮৮ বার পড়া হয়েছে

তুহিন মাহামুদ ইউরোপ ব্যুরোঃ

ইতালির মিলান শহরে বাজ্জিও এলাকায় ১৮ আগষ্ট রবিবার সকালে বাংলাদেশী দু’ভাইর মৃত্যু দেহ উদ্ধার করেছে ইতালিয়ান পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা হলো এক ভাই অন্য ভাইকে বড় ধরনের ছুরি দ্বারা আঘাত করলে বড় ভাই আব্দুল হাই( ৪১)মারা যায়।ছোট ভাই জমির উদ্দিন (৩৮), অনুশোচিত হয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
এ্যাপার্টমেন্টে প্রচুর রক্তপাত দেখা গেছে।ধারণা করা হচ্ছে ছোট ভাই মদ্যপানে লিপ্ত থাকতো প্রায়শই বড় ভাই বার বার নিষেধ করা ও সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এবং তারই জের ধরে হয়তো এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।ইতালির জনপ্রিয় দৈনিক প্রত্রিকা Corriere della sera সহ অনেক গুলো পন্রিকায় ঘটনাটি প্রকাশ করেছে।
রবিবার সকাল ১০ঃ২০টায় পাশের বিল্ডিংয়ের শ্রিলংকার একজন জানালা দিয়ে লক্ষ করে সামনের বিল্ডিংয়ের একজন গলায় ফাঁশ দিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক সে ১১২ জরুরি বিভাগে ফোন করে বিষয়টি অবহিত করে এবং অল্প সময়ের মধ্যে ঘটনা স্থলে পুলিশ আসে।পুলিশ ফ্লাটে প্রবেশ করে আরও একটি মৃত্যু দেহ রক্তাক্ত অবস্হায় মেঝেতে দেখতে পায়।রক্তস্রোতের ধারা যেন প্রবাহিত হয়েছিলো।এরপর বারান্দায় যেয়ে গলায় ফাঁশ দেয়া ঝুলন্ত অন্য একটি মৃত্যুদেহ উদ্ধার করে।বারান্দার সামনের বাগানে বড় একটি ধারালো রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।পাশের প্রতিবেশীর ভাষ্যমতে ঘটনার রাত প্রায় ২ঃ৩০ টায় অনেক শব্দ শোনা যায় রুমে।চিৎকার শোরগোল। এরপর নীরব,নিশ্চুপ।এর কয়েক মাস পূর্বে তৃতীয় ভাই জয়নাল মিলানোর ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দূর্ঘটনায় (বাইসাইকেল চলন্ত অবস্হায় প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে) মারা যায়।এরপর থেকেই দু’ভাইর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।দ্বিতীয় ভাইটি মধ্যপান সহ অন্যান্য বাজে পথে চলে গেলে বড় ভাই অনেক চেষ্টা করেছে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। ঘটনার রাত্রে হয়তো সে বিষয়কে কেন্দ্র করেই এই মৃত্যুর কারন হতে পারে।বড় ভাই আব্দুল হাই মিলান শহরে (সাপ্তাহিক খোলা বাজারে) ইতালিয়ান একটি কাপড়ের দোকানে চাকরি করতো।
টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নবগ্রাম হাজী বাড়ি গ্রামে মৃত্যু আঃরশিদের ছয় ছেলে এবং দু’মেয়ে।এদের মা এখনও বেঁচে আছে বড় দু’বোনের অনেক পূর্বে বিয়ে হয়েছে।সবার বড় শহিদ দেশে থাকতে অন্য পাঁচ ভাই ইতালির মিলান শহরে থাকতেন।মেঝ ভাই ওহাব ইতালিয়ান নাগরিকত্ব গ্রহন করে স্বপরিবারে ইংল্যান্ডে বসবাস করছে অন্য ভাই মজনু ইতালি ছেড়ে দেশে চলে গেছেন।
এদিকে ছুরিকাঘাতে মৃত্যু আব্দুল হাইর স্ত্রী দেশে আছেন ইতালিতে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেছিলেন তাঁর স্বামী আঃ হাই এর পূর্বে আঃ হাইর প্রথম স্ত্রী স্বামী তালাক দিয়ে চলে গেলে পূণরায় আবার বিয়ে করেন।
দুঃখের বিষয় প্রথম স্ত্রীর নামে সমস্ত সম্পত্তি করেছিলো সহজ,সরল স্বভাবের মৃত্যু আঃ হাই।প্রবাসের মাটিতে
ভাইয়ের ভাই খুন এ বড় মর্মান্তিক ও বেদনাদায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ইতালির  মিলানে একই বছরে আপন তিন ভাইয়ের অকাল মৃত্যু, ভাইয়ের হাতে ভাই খুঁন!

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯

তুহিন মাহামুদ ইউরোপ ব্যুরোঃ

ইতালির মিলান শহরে বাজ্জিও এলাকায় ১৮ আগষ্ট রবিবার সকালে বাংলাদেশী দু’ভাইর মৃত্যু দেহ উদ্ধার করেছে ইতালিয়ান পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা হলো এক ভাই অন্য ভাইকে বড় ধরনের ছুরি দ্বারা আঘাত করলে বড় ভাই আব্দুল হাই( ৪১)মারা যায়।ছোট ভাই জমির উদ্দিন (৩৮), অনুশোচিত হয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
এ্যাপার্টমেন্টে প্রচুর রক্তপাত দেখা গেছে।ধারণা করা হচ্ছে ছোট ভাই মদ্যপানে লিপ্ত থাকতো প্রায়শই বড় ভাই বার বার নিষেধ করা ও সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এবং তারই জের ধরে হয়তো এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।ইতালির জনপ্রিয় দৈনিক প্রত্রিকা Corriere della sera সহ অনেক গুলো পন্রিকায় ঘটনাটি প্রকাশ করেছে।
রবিবার সকাল ১০ঃ২০টায় পাশের বিল্ডিংয়ের শ্রিলংকার একজন জানালা দিয়ে লক্ষ করে সামনের বিল্ডিংয়ের একজন গলায় ফাঁশ দিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক সে ১১২ জরুরি বিভাগে ফোন করে বিষয়টি অবহিত করে এবং অল্প সময়ের মধ্যে ঘটনা স্থলে পুলিশ আসে।পুলিশ ফ্লাটে প্রবেশ করে আরও একটি মৃত্যু দেহ রক্তাক্ত অবস্হায় মেঝেতে দেখতে পায়।রক্তস্রোতের ধারা যেন প্রবাহিত হয়েছিলো।এরপর বারান্দায় যেয়ে গলায় ফাঁশ দেয়া ঝুলন্ত অন্য একটি মৃত্যুদেহ উদ্ধার করে।বারান্দার সামনের বাগানে বড় একটি ধারালো রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।পাশের প্রতিবেশীর ভাষ্যমতে ঘটনার রাত প্রায় ২ঃ৩০ টায় অনেক শব্দ শোনা যায় রুমে।চিৎকার শোরগোল। এরপর নীরব,নিশ্চুপ।এর কয়েক মাস পূর্বে তৃতীয় ভাই জয়নাল মিলানোর ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দূর্ঘটনায় (বাইসাইকেল চলন্ত অবস্হায় প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে) মারা যায়।এরপর থেকেই দু’ভাইর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।দ্বিতীয় ভাইটি মধ্যপান সহ অন্যান্য বাজে পথে চলে গেলে বড় ভাই অনেক চেষ্টা করেছে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। ঘটনার রাত্রে হয়তো সে বিষয়কে কেন্দ্র করেই এই মৃত্যুর কারন হতে পারে।বড় ভাই আব্দুল হাই মিলান শহরে (সাপ্তাহিক খোলা বাজারে) ইতালিয়ান একটি কাপড়ের দোকানে চাকরি করতো।
টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নবগ্রাম হাজী বাড়ি গ্রামে মৃত্যু আঃরশিদের ছয় ছেলে এবং দু’মেয়ে।এদের মা এখনও বেঁচে আছে বড় দু’বোনের অনেক পূর্বে বিয়ে হয়েছে।সবার বড় শহিদ দেশে থাকতে অন্য পাঁচ ভাই ইতালির মিলান শহরে থাকতেন।মেঝ ভাই ওহাব ইতালিয়ান নাগরিকত্ব গ্রহন করে স্বপরিবারে ইংল্যান্ডে বসবাস করছে অন্য ভাই মজনু ইতালি ছেড়ে দেশে চলে গেছেন।
এদিকে ছুরিকাঘাতে মৃত্যু আব্দুল হাইর স্ত্রী দেশে আছেন ইতালিতে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেছিলেন তাঁর স্বামী আঃ হাই এর পূর্বে আঃ হাইর প্রথম স্ত্রী স্বামী তালাক দিয়ে চলে গেলে পূণরায় আবার বিয়ে করেন।
দুঃখের বিষয় প্রথম স্ত্রীর নামে সমস্ত সম্পত্তি করেছিলো সহজ,সরল স্বভাবের মৃত্যু আঃ হাই।প্রবাসের মাটিতে
ভাইয়ের ভাই খুন এ বড় মর্মান্তিক ও বেদনাদায়ক।