বিদ্যুৎতের খুঁটি মৃত্যু ফাঁদ, আদালতের নির্দেশনাতেও টনক নড়েনি বাঁকেরগঞ্জ পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের!
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ২৩:১৯ অপরাহ্ণ
বাঁকেরগঞ্জ প্রতিনিধি;
হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার কারন সড়কের মৃত্যু ফাঁদ পিলার অপসারণ করছে না বাঁকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন, ৩ নং দাড়িয়াল ইউনিয়নের সবচেয়ে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সড়ক কাটাদিয়া খেয়াঘাট টু কামারখালী বাজারের কেরানী বাড়ি ও মতির দোকান টু মিয়ার হাট সড়কের কবির মেম্বারের বাড়ি সংলগ্ন কয়েকটি বিদ্যুৎ এর খুটি রাস্তার মাঝখানে দন্ডায়মান। জনবহুল এই সড়কে প্রতিনিয়ত হাজার হাজার মটর সাইকেল, অটো রিক্সা ও অন্যান্য পাবলিক পরিবহন চলাচল করে।
ইতিমধ্যে ছোটো ছোটো কয়েকটি দুর্ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। আদালতের নির্দেশের পাশাপাশি এলাকার জনসাধারণের পক্ষে তরুন উদ্যোক্তা ও সমাজসেবক মেহেদী হাসান ফেসবুক পোস্ট এবং স্ব-শরীরে পল্লী বিদ্যুৎ সমিতিকে মৌখিক অনুরোধ করেন বলে জানা গেছে। এতকিছুর পরেও খামখেয়ালী পল্লী বিদ্যু কর্তৃপক্ষের টনক নড়েনি।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাদের টেলিফোনে বারবার ফোন করেও দ্বায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
Related
error: Content is protected !!