ফ্যাশন ব্রান্ড “স্পাইডার” বাজারে নিয়ে এলো ক্যাজুয়াল শার্টের প্লাটিনাম ঈদ কালেকশন
- আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে
লাইফ স্টাইল ডেস্ক; ঈদ সহ যেকোন উৎসবে সব বয়সের, সব পেশার পুরুষ সবসময় অভিজাত ও আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ শার্টের খোঁজ করেন। তাই ঈদ সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে শার্টের জমজমাট কেনা-বেচা।
তাই আপনার পাইকারী ক্রেতাদের জন্য নিত্যনতুন ডিজাইনের ও গর্জিয়াস লুকের শার্টের সমাহার নিয়ে এসেছে SPYDER ব্র্যান্ড। কেবলমাত্র হোলসেল বিক্রির জন্য।
বর্তমানে গরমের কথা বিবেচনা করে আমরা আমাদের কালেকশন সাজিয়েছি কটন, রেমি কটন ও কটন স্লাব ফেব্রিক্স দিয়ে যা নিঃসন্দেহে আপনার গ্রাহকের পছন্দ হবে।
আধুনিক ও স্মার্ট পুরুষের পছন্দের শীর্ষে থাকতে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমাদের ফ্যাশনেবল সব শার্ট। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সীদের কথা মাথায় রেখেই সাদার পাশাপাশি উজ্জ্বল লাল, মেরুন, হলুদ, সবুজ রঙের শার্ট রযেছে আমাদের সংগ্রহে।
ডিজাইনেও রয়েছে ভিন্নতা; ফ্লোরাল ডিজাইনের পাশাপাশি রয়েছে চেক, স্ট্রাইপ ও মাল্টিকালার শার্ট।
আপনি যদি নায্যমূল্যে পাইকারি ক্রয়ের জন্য শার্ট খুঁজে থাকেন তাহলে নিঃসন্দেহে SPYDER হবে আপনার সেরা পছন্দ।
আমরা প্রতিটি শার্ট বানিয়েছি স্লিম ফিট করে এবং এক্ষেত্রে বাংলাদেশি মেজারমেন্ট ফলো করা হয়েছে। গ্রাহক পছন্দের কথা মাথায় রেখে আমাদের শার্ট পাচ্ছেন সিম্পল থেকে শুরু করে একদম গর্জিয়াস সব ধরণের।
আপনার দোকানে আমাদের শার্ট কেবল শোভাই বাড়াবে না বরং হুহু করে বিক্রি বাড়িয়ে আপনাকে উপহার দেবে সন্তুষ্টির হাসি।
আমাদের শার্ট আপনি পাচ্ছেন শুধুমাত্র হোলসেল- প্রতিকালার মিনিমাম -৬ পিস (২ পিস মিডিয়াম, ২ পিস লার্জ, ২ পিস এক্সেল)।
দামের ক্ষেত্রে রয়েছে ৬ পিসে এক প্রাইস, একসাথে ৩০ পিসে আলাদা প্রাইস এবং
একসাথে ৬৬ পিসে আলাদা প্রাইস যা অবশ্যই আপনার বাজেট অনুযায়ী হবে।
তাই, আর দেরি নয়, আমাদের শার্ট দোকানে তুলুন এবং অর্জন করুন আধুনিক গ্রাহকের প্রশংসা ও বিক্রি বাড়িয়ে ঘরে তুলুন কাঙ্খিত মুনাফা।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 01672-226810 নাম্বারে অথবা মেসেজ দিন পেজের ইনবক্সে।