সংবাদ শিরোনাম :
উত্তরার ট্রাফিক কনস্টেবল জিয়াউরের পিটুনির শিকার রিক্সা চালক!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ট্রফিকের লাঠির সিগনাল পেরানোর অপরাধে আইনি ব্যাবস্থা না নিয়ে রিক্সা চালককে বেদম প্রহার করলেন ট্রাফিক কনস্টেবল জিয়াউর। এসময় উপস্থিত দুজন গণমাধ্যম কর্মী এগিয়ে আসলে তাদেরকে মানুষিক রুগী হিসেবে আখ্যা দিয়ে তিরস্কার করেন এই কনস্টেবল।
উত্তরা ১৩ নাম্বার সেক্টর সিঙ্গারের মোড়ে সোমবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে চেকপোস্টের দ্বায়িত্বে থাকা ট্রফিক অফিসার বাশার এসে কনস্টেবল জিয়াউরের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয় উপস্থিত দুজন গণমাধ্যমকর্মীকে।
উপস্থিত গণমাধ্যম কর্মীরা আহত রিক্সা চালক জমিরউদ্দীন কে প্রাথমিক চিকিৎসা দেয়।
এবিষয়টি অবহিত করে বক্তব্য জানতে উত্তরার ট্রাফিক ডিসি মহোদয়কে মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।