নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ উত্তরা জোন এর সফল ও সুযোগ্য উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল পিপিএম (সেবা) এর সাথে নবনির্বাচিত উত্তরা সাংবাদিক ফোরামের সদস্যরা তার কার্যালয়ে ৪ আগষ্ট রবিবার মতবিনিময় করেন।
এসময় উত্তরা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক তরিক শিবলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ে উত্তরা জোন উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সকল স্থানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অপরদিকে গুজব প্রচারকারী ব্যক্তিদের সনাক্তকরণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের পক্ষ থেকে। তিনি আরো জানান, নবনির্বাচিত উত্তরা সাংবাদিক ফোরামের সকল সদস্যদের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে উত্তরা জোন উপ পুলিশ কমিশনার এর পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস প্রদান করেন। এদিকে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে উত্তরা জোন পুলিশের সকল প্রকার কর্মসূচি প্রচার ও প্রকাশ করতে সাংবাদিকদের অগ্রিম অবগত করার আহবান জানানো হয়।