গাজীপুর প্রতিনিধি;
গাজীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিটি করপোরেশনের পুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, নিহত নজরুল ইসলাম নজুর নামে ১২টি মাদক মামলা রয়েছে। তিনি টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকার বাসিন্দা ছিলেন। বন্দুকযুদ্ধের সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে র্যাবের একটি টহল দল অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হন নজু।
র্যাব কর্মকর্তা জানান, নজুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।