ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ




ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজনে হজ্জ্ব যাত্রীদের সম্মানে দোয়া ও নৈশভোজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে

তুহিন মাহামুদ: ইউরোপ ব্যুরোঃ

পবিত্র হজ্জ্ব যাত্রীদের সম্মানে দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করে মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব আলহাজ্ব মাওলানা জোনাইদ সোবহান।


গতকাল ২৭ জুলাই বাদ আসর মিলানের ভিয়ালে মারকে মিলান কেন্দ্রীয়,জামে মসজিদে দোয়া মাহফিল ও কুশল বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতি বছরের ন্যায় এ বছর ৪২ জন হজ্জ্ব যাত্রী সৌদিআরব এর উদ্দেশ্যে আজ ২৮ জুলাই মিলান ত্যাগ করবেন।এবং আগামী আগষ্টে হজ্জ্ব সম্পন্ন করে মিলান প্রত্যাগমন করার কথা রয়েছে।
এ বছর ১১ জন মহিলা এবং ৩১জন পুরুষ হজ্জ্ব যাত্রী হজ্জ্ব পালনের উদ্দেশ্যে মিলান ত্যাগ করবেন।এই হজ্জ্ব কাফেলার নেতৃতে রয়েছেন মাওলানা জোনায়েদ সেবহান।


ইংল্যান্ডএবং ইতালীর মিলান সহ বিভিন্ন শহরের বাংলাদেশী প্রবাসী হজ্জ্বে অংশ গ্রহন করেন।
গতকাল বাদ আসর হাজ্বীদের উদ্দেশে মিলান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনায়োদ সোবহান পবিত্র হজ্জ্বের গুরুত্ব ও ফজিলতের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য পেশ ও হাজ্বীদের হাতে হজ্ব কার্ড তুলে দেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল আবু নাসের বাহার,মিলান কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,জনতা একচেঞ্জের ম্যানেজার মিজানুর রহমান,মিডিয়া,ব্যক্তিত্ব তুহিন মাহামুদ,মাদারীপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,ইন্জিনিয়ার ফিরোজ আলম,সাংবাদিক একে রুহুল সান,আহসান হাবিব শিমুল,মুনসুর খালাসি সহ প্রমূখ।
অনুষ্ঠানে হজ্জ্বযাত্রীগণ নিজ নিজ থেকে সবার পরিচয় প্রকাশ করে সকলের নিকটি দোয়া প্রার্থণা করেন। সভা শেষে মাগরিব এর নামাজ শেষ করে সমবেত সকলে রাতের খাবারে অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজনে হজ্জ্ব যাত্রীদের সম্মানে দোয়া ও নৈশভোজ

আপডেট সময় : ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯

তুহিন মাহামুদ: ইউরোপ ব্যুরোঃ

পবিত্র হজ্জ্ব যাত্রীদের সম্মানে দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করে মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব আলহাজ্ব মাওলানা জোনাইদ সোবহান।


গতকাল ২৭ জুলাই বাদ আসর মিলানের ভিয়ালে মারকে মিলান কেন্দ্রীয়,জামে মসজিদে দোয়া মাহফিল ও কুশল বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতি বছরের ন্যায় এ বছর ৪২ জন হজ্জ্ব যাত্রী সৌদিআরব এর উদ্দেশ্যে আজ ২৮ জুলাই মিলান ত্যাগ করবেন।এবং আগামী আগষ্টে হজ্জ্ব সম্পন্ন করে মিলান প্রত্যাগমন করার কথা রয়েছে।
এ বছর ১১ জন মহিলা এবং ৩১জন পুরুষ হজ্জ্ব যাত্রী হজ্জ্ব পালনের উদ্দেশ্যে মিলান ত্যাগ করবেন।এই হজ্জ্ব কাফেলার নেতৃতে রয়েছেন মাওলানা জোনায়েদ সেবহান।


ইংল্যান্ডএবং ইতালীর মিলান সহ বিভিন্ন শহরের বাংলাদেশী প্রবাসী হজ্জ্বে অংশ গ্রহন করেন।
গতকাল বাদ আসর হাজ্বীদের উদ্দেশে মিলান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনায়োদ সোবহান পবিত্র হজ্জ্বের গুরুত্ব ও ফজিলতের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য পেশ ও হাজ্বীদের হাতে হজ্ব কার্ড তুলে দেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল আবু নাসের বাহার,মিলান কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,জনতা একচেঞ্জের ম্যানেজার মিজানুর রহমান,মিডিয়া,ব্যক্তিত্ব তুহিন মাহামুদ,মাদারীপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,ইন্জিনিয়ার ফিরোজ আলম,সাংবাদিক একে রুহুল সান,আহসান হাবিব শিমুল,মুনসুর খালাসি সহ প্রমূখ।
অনুষ্ঠানে হজ্জ্বযাত্রীগণ নিজ নিজ থেকে সবার পরিচয় প্রকাশ করে সকলের নিকটি দোয়া প্রার্থণা করেন। সভা শেষে মাগরিব এর নামাজ শেষ করে সমবেত সকলে রাতের খাবারে অংশ গ্রহন করে।