ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চবি’ প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি কুয়েসা’র সভাপতি আব্দুল্লাহ সম্পাদক আগা আজিজ  Logo স্বৈরাচার সরকারের দোসর বিসিক কর্মকর্তা সরোয়ার: দুর্নীতিতে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় Logo শেখ হাসিনার প্রেতাত্মা মোজাম্মেলকে ফায়ার সার্ভিসে বহাল রাখতে মরিয়া সিন্ডিকেট Logo Logo স্বৈরাচার সরকারের দোসর সিন্ডিকেট ফায়ার সার্ভিসে বহাল তবিয়তে Logo উত্তরার আতংক ছোটন পুলিশের খাঁচায় Logo বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান Logo জাতীয় সংসদে অঘোষিত প্রধানমন্ত্রী ইলিয়াস: দেশ-বিদেশের সম্পদের পাহাড়! Logo স্বৈরাচারের দোসরদের থাবায় পৈত্রিক সম্পদ হতে বিতারিত ওয়ার্ড কাউন্সিলর মোতাহার হোসেন Logo জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর’ আহব্বায়ক কমিটি গঠন




দুটি কলার জন্য জরিমানা ২৫ হাজার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ
চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে দুটি কলার জন্য ৪৪২ রুপি ৫০ পয়সা বিল দিয়েছেন রাহুল বোস। এরপর গত সোমবার টুইটারে তিনি একটি ভিডিও শেয়ার করেন। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওতে হোটেলের ঘর, ফুল আর গাছ দেখিয়ে বলিউডের এই তারকা ক্যামেরা স্থির করেন দুটি কলার ওপর। তারপর বিলের কাগজ। এই দুটি কলাকে উল্লেখ করা হয়েছে ‘ফ্রুট প্লেটার’ নামে। অর্থাৎ থালাভর্তি ফল। সেখানে দুটি কলার দাম লেখা ৪৪২ রুপি ৫০ পয়সা! এই বিলের সঙ্গে ছিল গুডস অ্যান্ড সার্ভিস চার্জ।

রাহুল বোসের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। এরপর নড়েচড়ে বসে শুল্ক দপ্তর। উচ্চপর্যায় থেকে এর দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার শুল্ক দপ্তরের তিন সদস্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে যান। রাহুল বোস তাঁর ভিডিওতে যে অভিযোগ করেছেন, তাঁরা এর সত্যতা খুঁজে পান এবং এ–সংক্রান্ত সব কাগজ বাজেয়াপ্ত করেন।

শুল্ক দপ্তরের তথ্য অনুযায়ী, কলা করমুক্ত পণ্য। সেই করমুক্ত পণ্যের ওপর কেন কর নেওয়া হলো, তা জানতে চেয়ে গত শুক্রবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষকে শনিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায় শুল্ক দপ্তর।

কিন্তু জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। এরপর বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল শনিবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শুল্ক দপ্তর ২৫ হাজার রুপি জরিমানা করেছে। করমুক্ত পণ্য থেকে কর নেওয়ার কারণে এই জরিমানা করা হয়।

শুটিংয়ের জন্য সম্প্রতি চণ্ডীগড় যান রাহুল বোস। গত সোমবার টুইটারে সেই ভিডিও পোস্ট করে তিনি অমৃতসর চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




দুটি কলার জন্য জরিমানা ২৫ হাজার!

আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯

বিনোদন ডেস্কঃ
চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে দুটি কলার জন্য ৪৪২ রুপি ৫০ পয়সা বিল দিয়েছেন রাহুল বোস। এরপর গত সোমবার টুইটারে তিনি একটি ভিডিও শেয়ার করেন। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওতে হোটেলের ঘর, ফুল আর গাছ দেখিয়ে বলিউডের এই তারকা ক্যামেরা স্থির করেন দুটি কলার ওপর। তারপর বিলের কাগজ। এই দুটি কলাকে উল্লেখ করা হয়েছে ‘ফ্রুট প্লেটার’ নামে। অর্থাৎ থালাভর্তি ফল। সেখানে দুটি কলার দাম লেখা ৪৪২ রুপি ৫০ পয়সা! এই বিলের সঙ্গে ছিল গুডস অ্যান্ড সার্ভিস চার্জ।

রাহুল বোসের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। এরপর নড়েচড়ে বসে শুল্ক দপ্তর। উচ্চপর্যায় থেকে এর দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার শুল্ক দপ্তরের তিন সদস্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে যান। রাহুল বোস তাঁর ভিডিওতে যে অভিযোগ করেছেন, তাঁরা এর সত্যতা খুঁজে পান এবং এ–সংক্রান্ত সব কাগজ বাজেয়াপ্ত করেন।

শুল্ক দপ্তরের তথ্য অনুযায়ী, কলা করমুক্ত পণ্য। সেই করমুক্ত পণ্যের ওপর কেন কর নেওয়া হলো, তা জানতে চেয়ে গত শুক্রবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষকে শনিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায় শুল্ক দপ্তর।

কিন্তু জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। এরপর বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল শনিবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শুল্ক দপ্তর ২৫ হাজার রুপি জরিমানা করেছে। করমুক্ত পণ্য থেকে কর নেওয়ার কারণে এই জরিমানা করা হয়।

শুটিংয়ের জন্য সম্প্রতি চণ্ডীগড় যান রাহুল বোস। গত সোমবার টুইটারে সেই ভিডিও পোস্ট করে তিনি অমৃতসর চলে গেছেন।