অধরা সময়- ফাতেমা ইসরাত রেখা

- আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ৯২ বার পড়া হয়েছে

অধরা সময়- ফাতেমা ইসরাত রেখা
কি এমন দিন বদলে গেছে বল !
এখনো আকাশ কাঁদে রোষাবেশে বৃষ্টির তুমুল বর্ষণে,
অভিমান জড়িয়ে থাকে চলার পথের সীমানায়।
শুধু তাল লয় মিলছে না অজুহাতে
সুরগুলো বেসুরো হয়ে ঝরে পড়ে তাল কেটে মাঝ পথে,
ভালো লাগা মুহূর্তগুলো অধরাই থেকে যায় সময়ের বিবর্তনে ।
আজো একাকিত্বের মোহে ইতিহাস খুঁজি স্রষ্টার আরাধনায়
নিজেকে হারিয়ে বিষাদঘন যুবতী রাতের অন্তরে প্রতিক্ষণ ,
তোকে ছুঁয়ে চলি নিরন্তর অন্ধকারের অতৃপ্ত শরীরের ভাঁজে
যেন আজও ভালোবাসা ডেকে যায় সময়ে অসময়ে।
ভীষণ আকুতি জড়ো হয় একাকী বাসরে
যখন বুঝতে পারি তোর বাসর চলছে অন্যের আঁচল ঘিরে,
বাঁধ ভাঙা জোয়ারের জল আছড়ে পড়ে অথই সাগরে বুকের ।
এ কেমন মায়া পৃথিবীর বলতে পারিস ?
অসময়ে খুঁজে পেতে জীবনের মানে
খুব বেশী ভুল কি হয়ে গেছে তোর হাত ধরে !
যা কখনো ছিলো না আমার,
তা পেতে আপন করে, করেছি যে ধৃষ্টতা
রাস্তার বাঁকে এসে হারাবো কি পথ তবে নতুন পরাজয়ে?
তবু মন মুছে না স্মৃতি,ভোলে না মায়া
তোকে ছুঁয়ে যায় গোপনে কিংবা তোরই ছায়া।