বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি বাগড়া
- আপডেট সময় : ১২:৫৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক;
বিশ্বকাপটা ভালো যায়নি দুই দলের কারোরই। কাঙ্ক্ষিত ফল তো আসেইনি, উল্টো ব্যর্থ মনোরথেই নিজ নিজ দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট দলকে। সে ব্যর্থতা ভুলে নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় রয়েছে দুই দল।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। যা কি-না আবার লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার শেষ ওয়ানডে এবং অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম ওয়ানডে।
কিন্তু এ দুইয়ের দারুণ উপলক্ষকে মাটি করে দিতে যেন সর্বশক্তি নিয়ে প্রস্তুত প্রকৃতি। ম্যাচের যেকোনো সময় হানা দিতে পারে বৃষ্টি। এরই মধ্যে সকালে হয়ে গেছে এক পশলা। এ বৃষ্টির কারণে বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে জমিয়ে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ।
সেই বৃষ্টিই আবার হানা দিতে পারে মূল ম্যাচেও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলম্বোয় সকাল নাগাদ বৃষ্টি হয়ে গেছে এক দফা৷ পূর্বাভাস বলছে ম্যাচ শুরুর সময় অর্থাৎ দুপুর ৩টায়ও কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আকাশে এভাবে মেঘ জমতে থাকবে।
এমনকি রাত সাড়ে ৮টা নাগাদ পুনরায় হালকা-মাঝারি ধাঁচের বৃষ্টির দেখা মিলতে পারে। এক ঘণ্টার মধ্যে বৃষ্টি থামলেও, আবারো সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বাগড়ার মাঝেও ম্যাচটি ভালোভাবে শেষ হয়ে যাবে বলে আশা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।