সংবাদ শিরোনাম :
মননের বাক্যলাপ পূণরাবৃত্তি-তুহিন মাহামুদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে
এই জগতের সব কিছুই বিচিত্রময়!
মানুষের চরিত্র তাঁর মধ্যে অন্যতম।মানুষ কখনও মানুষকে মূল্যায়ন অথবা অবজ্ঞা করে না। তাঁর অবস্হান বা ক্রিয়া রূপকেই প্রাধাণ্য দেয়। সফল মানুষকে যেমন মূল্যায়ন ও তাঁর পিঁছু ছুটে,ঠিক তেমনি একজন সহায় সম্বলহীন মানুষকে সহানুভূতি প্রকাশের মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অধিকাংশ মানুষেরই এটা সহজাত ধর্ম।
আজ আপনার কেউ খোঁজ-খবর রাখুক বা না রাখুক কিন্তু আপনি যখন সফলতার সোপানে পা রাখবেন, আপনার পিঁছনে অসংখ্য পদ ধ্বণি বেজে উঠবে——!
আবার আপনি যখন ব্যর্থতার সর্ব নিম্নস্তরে নেমে আসবেন, আপনার চারিপাশের মানুষ গুলো খন্ড খন্ড মেঘের টুকরোর মত ধীরে ধীরে সরে যাবে আপনার চতুর্দিক তখন ফাঁকা।এই পৃথিবীর আচরণ বুঝে ওঠা বড়ই কঠিন।।
লেখকঃ
তুহিন মাহামুদ
মিলান,ইতালী।