সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ২০৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ( ৪০) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পার্বতীপুর শহরের উপকন্ঠে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে মেসার্স বার্মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আকতারুল উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুরের বাসুদেবপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি (ঢাকা মেট্রো হ ৪৯-২৯৭২ ও দিনাজপুর হ ১৫-৪১০০) উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।