সংবাদ শিরোনাম :
পুলিশের ধাওয়ায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ইতালি প্রবসীর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ১৪৪ বার পড়া হয়েছে
ইতালী, রোম প্রতিনিধিঃ
ইতালীর রাজধানী রোমের টুরিষ্ট অধ্যুষিত এলাকা ভিয়া কাভুরে ১৮ জুলাই বৃহস্পতিবার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে রোমে ভিয়া কাভুরে মেট্রো রেল স্টেশনের পাশে হকারি করে পানি বিক্রি করতেন জব্বার ঢালি। প্রতিদিনের মত আজও পানি বিক্রির সময় পুলিশ তাকে ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় রাস্তার পার্শ্ববর্তী সিড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিনি সিড়ি থেকে পরে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। এসময় তাকে দেখতে আসা তার দুই নিকট আত্মীয় তাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।
জনাব জব্বার ঢালির বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়ন গোলার বাজার এলাকায়।