নির্বাচনী প্রচারণায় পার্থর সঙ্গে সেলফি তুলতে তরুণদের হিড়িক
- আপডেট সময় : ১১:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮৮ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হঠাৎ করে শুক্রবার দুপুরের দিকে তিনি গুলশান-বনানীর বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। এ সময় ভোটারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন।
এদিকে গুলশানের একটি এলাকায় পার্থকে পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে তরুণরা। তারা পার্থকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এ সময় তরুণদের অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তারা পার্থকে নির্বাচনী মাঠে স্বাগত জানায়। তারা চান নতুন প্রজন্মের কেউ ক্ষমতায় আসুক। সে হিসেবে তারা পার্থকেই পছন্দ করছেন এমনটাই বললেন এক তরুণ।
পরে তিনি বনানী বাজার সুপার মার্কেট, বনানী ১১ নম্বর রোড ও গুলশানের বিভিন্ন পয়েন্টে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পার্থর সঙ্গে ২০ দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ছিলেন।
ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনটিতে বিএনপির জোট প্রার্থী ছাড়াও মহাজোটের প্রার্থীসহ আরও তিনজন নির্বাচনে অংশগ্রহণ করবেন।