উপজেলা প্রতিনিধি;
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা যুবলীগ এখন বুড়োলীগে পরিনত হয়েছে ১৭ বছর বয়সি পুুুরোনো কমিটি দিয়ে চলছে বাকেরগঞ্জ উপজেলা যুবলীগ। যে কমিটির সদস্যরা বয়সের ভারে যুবক থেকে বুড়োতে পরিনত হয়েছে।
যার ফলে নেতা কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজমান। ২০০২ সালে বাকেরগব্জ উপজেলা যুবলীগের কমিটি গঠন হয়, তখন লোকমান হোসেন ডাকুয়াকে সভাপতি ও মোকলেছুর রহমান কে সাধারন সম্পাদক করা হয়। সেই থেকে আজও ঐ কমিটি দ্বারা ই চলছে বাকেরগঞ্জ উপজেলা যুবলীগ। আর ও অবাক করা বিষয় হচ্ছে উপজেলা যুবলীগের সভাপতি লোকমান ডাকুয়া ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন, বর্তমানে তিনি একাই দুই টি বৃহৎ সংঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। যা নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভে চরমে। প্রায় চার বছর আগে বাকেরগঞ্জ উপজেলা যুবলীগ কমিটি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের কাজ থেকে বায়োডাটা জমা নেয়া হলেও তা আজও আলোর মুখ দেখেনি । এই নিয়ে বাকেরগঞ্জে যুবলীগে দেখা দিয়েছে চরম হতাশা । বাকেরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে ও একই অবস্থা সাংগঠনিক নিস্কৃয়তা দেখা দিয়েছে বেশীরভাগ ইউনিয়নে। স্থানীয় একাদিক যুবলীগ নেতা জানান, উপজেলা আওয়মী লীগের এক প্রভাবশালী নেতার জন্যই বাকেরগঞ্জের যুবলীগের কমিটি হচ্ছে না। এ ব্যাপারে তারা বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি , রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ ও যুবলীগের কেন্দীয় নেতা এবং বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার হস্তক্ষেপ কামনা করছেন । যাতে একটি কমিটি গঠন করে বাকেরগঞ্জ যুবলীগ কে সু-সংগঠিত ও গতিশীল করতে পারে ।