২৭ দিন ধরে ইমাম নিখোঁজ
- আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ১৬০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২৭ দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছে না মসজিদের এক ইমামকে। গত ২০ জুন এশা’র নামাজের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
এ ঘটনায় জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ ও জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ইমামের নাম মাওলানা ফরিদুল ইসলাম সরকার (৪০)। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার পূর্ববিরাশী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ আলী সরদারের ছেলে। তিনি বিবাহিত, ফারিয়া আক্তার তামান্না (১০) ও সাদমান শাহরিয়া (৬) নামে দুই সন্তান রয়েছে। গত ৬ বছর যাবত জাজিরার বড়কান্দি ইউনিয়নের সুধান্য মণ্ডলেরকান্দি এলাকায় আব্দুল করিম জামে মসজিদে ইমামতি করতেন।
স্থানীয়রা জানান, ফরিদুল ৬ বছর আগে থেকে ওই মসজিদে ইমামতি করেন। তিনি মসজিদের বারান্দায় একটি কক্ষে থাকতেন।
তারা বলেন, গত ২০ জুন এশা’র নামাজ শেষে স্থানীয় মুসল্লি ইকরাম আলী মোড়লের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরের দিন ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে যায়। তখন ইমামকে দেখতে না পেয়ে মসজিদ কমিটির সদস্যদের জানান। এরপর কমিটির সদস্যরা ইমামের কক্ষে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন মোড়ল জানান, ইমামকে না পেয়ে পরের দিন জাজিরা থানায় জিডি ও জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও তার গ্রামের বাড়ি এবং সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও ২৭ দিনে সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ঈদ-উল-ফিতরের ছুটি নিয়ে গত ৬ জুন বৃ বাড়িতে এসেছিলেন তার স্বামী মাওলানা ফরিদুল ইসলাম। পরে ছুটি কাটিয়ে ২০ জুন শরীয়তপুরে কর্মস্থলে যান। ওই দিন রাত থেকে তিনি নিখোঁজ।
স্বামীর দ্রুত সন্ধান চেয়ে তিনি বলেন, ‘আমরা গরিব, তাকে ছাড়া কীভাবে সন্তানেদের নিয়ে বাঁচব?’
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।