সঠিকভাবে মাশকারা ব্যবহারের ৩ নিয়ম
- আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
ফিচার ডেস্ক;
ঘন ও ভারি পাপড়ি অনেক নারীরই পছন্দ। আর মাশকারা হলো সেই পণ্য যাতে পাপড়ি গর্জিয়াস করে তোলা যায়। তবে ভালোভাবে মাশকারা ব্যবহার করা কিন্তু একটি দক্ষতা।
কীভাবে মাশকারা ব্যবহার করলে পাপড়ি ঘন হয়ে ওঠবে, এ বিষয়ে পরামর্শ দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
১. মাশকারা শুকিয়ে গেলে গরম পানির মধ্যে মাশকারার বোতলটি রাখুন। এতে ভেতরের সলিউশন তরল হয়ে উঠবে এবং সহজেই ব্যবহার করতে পারবেন।
২. সকালে হয়তো মাশকারা দিয়ে ঘর থেকে বের হয়েছেন, তবে আরেকবার ব্যবহার করতে চান, তাহলে কেবল আরেকটি লেয়ার লাগাবেন না। এতে পাপড়ি চেপে যাবে। এ ক্ষেত্রে লিকুইড মেকআপ রিমুভার দিয়ে আগের মাশকারা মুছে নিন। এরপর একটি ব্রাশ দিয়ে পাপড়ি ব্রাশ করে নিন। এবার পুনরায় মাশকারা ব্যবহার করুন। এতে পাপড়ি চেপে যাবে না।
৩. পাপড়িকে বড় ও কোঁকড়ানো করতে ওপরে ও নিচে সমানভাবে মাশকারা মাখুন। মাখার সময় ব্রাশকে ওপর থেকে নিচে ঘুরান। এতে পাপড়ি ঘন লাগবে।